আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো: বশির আহমেদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এ এফ এম ফজলুল হক, সদস্য বাবুল আক্তার মঞ্জুর, জয়নাল আবেদীন বাবুল, আক্তার হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, জেলার স্থানীয় সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্র বিনির্মাণ, আইনশৃঙ্খলা ও ও স্থানীয় এলাকার উন্নয়নে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পাদকদের নিজেদের দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইন এবং বিধি বিধান মানতে হবে।