আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠিত 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ “প্রাকৃতিক উৎস সুরক্ষা করি,নিরাপদ খাদ্য নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জে প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২০ নভেম্বর)  মানিকগঞ্জ শহরের বেউথা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী অনুষ্ঠানে  কৃষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন  বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক  জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মো. করম আলী মাস্টার, কৃষক মো. ইব্রাহিম মিয়া, কৃষাণী হাজেরা বেগম,কৃষক গবেষক মো. মাসুদ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন বৈচিত্র্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, সবুজ সংহতি ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে প্লাস্টিক বর্জ্য ত্যাগ, সকল প্রকার দুষন বন্ধ করতে প্রত্যয় তৈরিতে যুব সমাজসহ সবাইকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে।

 উক্ত অনুষ্ঠানে বিভিন্য এলাকা থেকে অংশ গ্রহনকারী কৃষক- কৃষানীরা শত ধরনের চাষকৃত উদ্বিদ, দেশী বীজের  সমাহার প্রদর্শন ও গ্রামীণ শিল্পী সংস্থার পরিবেশনায় লোকজ গান অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ