আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ঢাকা-আরিচা সড়কের  পুখুরিয়া এলাকায় রয়েল এক্সপ্রেসের পরিবহনের ধাক্কায় ওবায়দুর রহমান (৪৫) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওবায়দুর রহমানের বাড়ি রংপুর জেলায়। তিনি ঘিওর উপজেলার ডেরা রিসোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান,ডেরা রিসোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওবায়দুর।

ঘিওরের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চালক ঘাতক বাসসহ পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ