
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরিক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও ৩ নং বাজিতখিলা ইউনিয়ন যুবদলের ১নং সদস্য মেজবাহুল ইসলাম শিবলু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক আজিজুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা মো: আলম মিয়াসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।