০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে শেষ হলো “প্রেম পরীক্ষা” নাটকের শুটিং 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শের ফিল্মস এর প্রযোজনায় শেরপুরের উদীয়মান তরুণ গীতিকার, নাট্যকার ও পরিচালক রবিউল ইসলাম বকুলের রচনা ও পরিচালনায় রোমান্টিক কমেডি গড়নার নাটক ” প্রেম পরীক্ষা”।

নাটকটিতে কার্য নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন তরুণ নাট্য নির্মাতা জহুরুল ইসলাম জনি এবং প্রধান সহাকারী হিসেবে ছিলেন ফকির তুহিন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ডরিন সুলতানা পরী, সাইফুল ইসলাম রনি, খাইরুল ইসলাম, রুবেল মিয়া, এসএম মেহেদী হাসান, রানা আহমেদ, জাহাঙ্গীর আলম, মাহা, মুসা এবং রবিউল ইসলাম বকুল।

শেরপুর সদরের বয়রা পরানপুর এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। “প্রেম পরীক্ষা” নাটকের ভিডিও ধারণ করেছেন বিপুল খান।

সহকারী চিত্র ধারণে ছিলেন, মনির ও রাসেল, আবহ সংগীতে তামজীদ, রূপসজ্জায় মাইনুল, আলেক সজ্জায় আশরাফুল আলম মন্ডল এবং সার্বিক সহযোগিতায় সাইফুল ইসলাম রনি এবং খাইরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রুবেল মিয়া। কারিগরী সহযোগিতায় ছিলেন মোহনা ভিডিও, ভীমগঞ্জ শেরপুর।

নাটকটির পরিচালক রবিউল ইসলাম বকুল বলেন,

প্রেম পরীক্ষা নাটকটি রোমান্টিক কমেডি গড়নার নাটক, এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই খুব চমৎকার অভিনয় করেছেন। নাটকটি আগামী ডিসেম্বরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আশা করি প্রেম পরীক্ষা নাটকটি দর্শক জনপ্রিয়তা পাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়া স্কুল এন্ড কলেজের অফিস সহকারী হামিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

শেরপুরে শেষ হলো “প্রেম পরীক্ষা” নাটকের শুটিং 

প্রকাশের সময়ঃ ১০:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শের ফিল্মস এর প্রযোজনায় শেরপুরের উদীয়মান তরুণ গীতিকার, নাট্যকার ও পরিচালক রবিউল ইসলাম বকুলের রচনা ও পরিচালনায় রোমান্টিক কমেডি গড়নার নাটক ” প্রেম পরীক্ষা”।

নাটকটিতে কার্য নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন তরুণ নাট্য নির্মাতা জহুরুল ইসলাম জনি এবং প্রধান সহাকারী হিসেবে ছিলেন ফকির তুহিন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ডরিন সুলতানা পরী, সাইফুল ইসলাম রনি, খাইরুল ইসলাম, রুবেল মিয়া, এসএম মেহেদী হাসান, রানা আহমেদ, জাহাঙ্গীর আলম, মাহা, মুসা এবং রবিউল ইসলাম বকুল।

শেরপুর সদরের বয়রা পরানপুর এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। “প্রেম পরীক্ষা” নাটকের ভিডিও ধারণ করেছেন বিপুল খান।

সহকারী চিত্র ধারণে ছিলেন, মনির ও রাসেল, আবহ সংগীতে তামজীদ, রূপসজ্জায় মাইনুল, আলেক সজ্জায় আশরাফুল আলম মন্ডল এবং সার্বিক সহযোগিতায় সাইফুল ইসলাম রনি এবং খাইরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রুবেল মিয়া। কারিগরী সহযোগিতায় ছিলেন মোহনা ভিডিও, ভীমগঞ্জ শেরপুর।

নাটকটির পরিচালক রবিউল ইসলাম বকুল বলেন,

প্রেম পরীক্ষা নাটকটি রোমান্টিক কমেডি গড়নার নাটক, এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই খুব চমৎকার অভিনয় করেছেন। নাটকটি আগামী ডিসেম্বরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আশা করি প্রেম পরীক্ষা নাটকটি দর্শক জনপ্রিয়তা পাবে।