আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী রাচি হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচি হত্যাকাণ্ডের মূল ঘাতক রিক্সা চালক আরজু মিয়া (৪২) কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সেই সাথে তার রিক্সাটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।  গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত আসামি আরজু মিয়া (৪২) ঢাকা জেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের গেরুয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালসহ এর আশপাশ এলাকায় রিক্সা চালাতো।

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাচির মৃত্যুর পর থেকে তার সহপাঠীরা বিভিন্ন দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। রিক্সায় থাকা দুই যাত্রীর সহযোগীতায় তার প্রতিকৃতি আঁকানো হয়। সেই ছবির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, অভিযান পরিচালনা মাধ্যমে  তার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে একটি ইজিবাইক শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দেয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আফসানা করিম রাচি মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ