ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে জালসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আপনার সন্তান কোথায় যায় কি করে সে দিকে খেয়াল করতে হবে। প্রথম দ্বায়িত্ব অভিভাবকদের পরে শিক্ষক। একজন শিক্ষার্থীকেই সিদ্ধান্ত নিতে হবে আমি কি হবো। পরিশ্রম ছাড়া কেউ কিছুই করতে পারবে না। রুটিন অনুয়ায়ী পড়াশোনা করতে হবে। শিক্ষকদের দ্বায়িত্ব আরো গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে বিষয় ভিত্তিক কুইজের ব্যবস্থা করা যেতে পারে। আপনারা যদি ভালো করেন তাহলে বিশ কিলোমিটার দূর থেকেও এই বিদ্যালয়ে শিক্ষার্থী আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমি আড়াই মাস ধরে ধামরাই থানায় এসেছি। যে কোন সমস্যায় আপনারা যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করবো। মোবাইল ফোন খারাপ নয়, মোবাইলের সঠিক ব্যবহার করতে হবে। ছেলে মেয়েরা খারাপ দিকে মোবাইল ব্যবহার করছে কি না সেই দিকে অভিভাবকদের নজর দিতে হবে। সন্ধার পর রাস্তায়, দোকানপাটে আড্ডা দিলে বা মোবাইল ফোনে গেমস খেললে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে বক্তারা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা তুলে ধরেন। ৮ম শ্রেণির শিক্ষার্থী তাওহিদা আক্তার বলে, বিদ্যালয়ের কমন রোম, স্কুলের মাঠসহ নানা সমস্যার কথা। এছাড়াও বখাটে ছেলেদের উৎপাতের কথাও তুলে ধরে সে। নেই শহীদ মিনার ও শিক্ষার্থীদের নামাজের কক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, কাউয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি প্রফেসর হাফিজ উদ্দিন, সিনিয়র শিক্ষক ইয়াকুব আলী, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, আবুল কাশেম।