আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্টিত 

 

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ছাত্র- জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে জেলা প্রশাসকের কার্যালয়ে   স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার ( ২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার  সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে স্মৃতিচারন করেন,শহীদ রফিকুল ইসলামের বাবা মোঃ রহিজ উদ্দীন, শহীদ আফিকুল ইসলাম সাদ এর বাবা মোঃ শফিকুল ইসলাম, শহীদ ছায়াদ মাহমুদ খানের বাবা মোঃ বাহাদুর খান, সিভিল সার্জন ডাঃ মোঃ মোকছেদুল মোমেনীন,বিএডিসির যুগ্ন পরিচালক কামাল উদ্দিন ডিএম নাজমুল হাসান, সদর উপজেলার ইউএনও শেখ মেজবাহ উল সাবেরিন, সিনিয়র সহকারী কমিশনার সাথী দাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো: শাহানুর ইসলাম,ডিআইও-২ মোঃ জাহাঙ্গীর আলম, আহতদের মধ্যে আরমান হোসেন,সাদিকুল ইসলাম রাব্বি, ছাত্র প্রতিনিধি মোঃ ওমর ফারুক প্রমুখ।

হামলায় আহতরা  তামের মুখে ফ্যাসিস্ট সরকারের পুলিশ,ছাত্রলীগ,আওয়ামী,যুবলীগ সহ সন্ত্রাসীদের নির্মম হামলা,হত্যা সহ নির্যাতনের  বর্ননা শুনে

সভাকক্ষে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।উপস্থিত সকলের চোখের পানি আর কান্নার শব্দে স্তব্ধ হয়ে যায় পরিবেশ। সকলেই কান্নার ভেঙে পড়ে।

স্মরণ সভাটি হয়ে উঠে স্মরণীয়।

বক্তারা স্বপথ করে বললেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা স্বার্থক করতে দেশের জন্যে কাজ করে যাবে তারা।

তারা আরো বলেন,আমাদের সংগ্রাম চলবেই। প্রয়োজনে আবার রক্ত দিবো তবু আর কোন ফ্যাসিস্ট মেনে নিবো না। আমরা ফ্যাসিস্ট সরকারের দোসরদের আর দেখতে চাইনা।আমরা সন্ত্রাস মূক্ত

 প্রশাসন চাই।

এসময় হত্যার মাস্টার মাইন্ড খুনী শেখ হাসিনা সহ সকল অপরাধীদের বিচার দাবী করেন শহীদদের বাবা ও আহত ছাত্র জনতারা।

জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা সকল শহীদ ও  আন্দোলনকারী বীরদের প্রতা কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা  করেন এবং আহতদের পাশে  থাকবেনন বলে  জানান।

সিভিল সার্জন মোকছেদুল মোমেনিন বলেন,যারা শহীদ তারা মৃত না। বরং তারা জীবিত। এটা কোরআনের কথা। আমরা আপনাদের পাশে আছি।

গনঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা বলেন, আমরা এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি। ঠিক মতো চলাচল করতে পারিনা। আমরা প্রায় সকলেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের ভবিষ্যত কি আমরা কিছুই জানিনা। যাতে কোন কাজ করে জীবিকা নির্বাহ করতে  পারি, সে বিষয়ে সরকারের  সুদৃষ্টি কামনা করেন তারা।

পরে শহীদদের আত্মার মাকফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি মোঃ রফিকুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ