আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়ায় স্ত্রী খুন, স্বামী আটক

মো. চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ স্ত্রী রোকসানা (৩৬) স্বামীকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়াতে মানিকগঞ্জের রংধনু হোটেলে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে স্বামী রুবেল। ঘাতক রুবেলকে সোমবার দিবাগত রাতে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করা হয়।

গত সোমবার (২৫ নভেম্বর) মানিকগঞ্জের বাসস্ট্যান্ড আবাসিক হোটেল রংধনু (৫২৬) নম্বর রুম থেকে রুখসানা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

নিহত রোকসানার স্বামী  রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ঢাকা সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চাকরি করতেন।

র‌্যাব গণমাধ্যমকে জানায়, রুবেল মিয়া কোন কাজ না করায় বেকার থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হতো। এজন্য স্ত্রী রুখসানা তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়ায় স্ত্রীর উপর রাগ করে। রুবেল তার স্ত্রী রুখসানাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গত রবিবার মধ্যরাতে মানিকগঞ্জে আসেন। গভীর রাত হওয়ার অজুহাত দেখিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে ৫২৬ নম্বর রুম ভাড়া নেন। রুমের মধ্যে তাদের মধ্যে ঝগড়া এবং কথা কাটাকাটি হয়। ঝগড়া শেষে এক পর্যায়ে স্ত্রী রুখসানা ঘুমিয়ে পড়লে ধারালো চাকু দিয়ে তাকে জবাই করে হত্যা করে তার স্বামী রুবেল। হত্যার পরে ভোর হতেই হোটেল থেকে পালিয়ে চলে যায়। হোটেলের ম্যানেজার পরের দিন সোমবার দুপুরে রুমে ঢুকেই গলাকাটা লাশ দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মাদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য র‌্যাব-৪ একটি দল কাজ শুরু করে। এরপর হোটেলের সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ