আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোস্টারঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কর্মীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য ও সাবেক পিপি এডভোকেট মো.আজাদ হোসেন খান,আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর ( বিঞ্জ পিপি)
সাংবাদিক নূরতাজ আলম বাহার, সিনিয়র আাইনজীবী মো.জসিম উদ্দিন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি মছুুদুর রহমান মাসুদ, সিনিয়র আইনজীবী মহিউদ্দিন স্বপন, এপিপি সুভাষ রাজবংশী, এ্যাডভোকেট বজলুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,ইসকন একটি সন্ত্রাসী দল। তারা হলেন ভারতের দালাল এবং আওয়ামীলীগের দোসর। ইসকন সদস্যরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে হিন্দুদের পুঁজি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে চট্রগ্রামে আইজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তাই তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে উপস্থিত সকল আইনজীবীদের কন্ঠে ধ্বনীত শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে জেলাপ্র শাসকের ভবনের সামনের প্রঙ্গন।