নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে ৩২ ঘন্টা পর অবরোধ তুলে নিল লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। পাওনা আদায়ের দাবীতে টানা ২য় দিনের মত অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার (২৭ নভেম্বর) ভোর ৫টার পুরাতন ইপিজেডের মেইন গেট নিয়ন্ত্রণ নিয়ে তাতো তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভিতরে কোন শ্রমিক ও কর্মকর্তা প্রবেশ করতে না পারায় বন্ধ থাকে ৪৩টি কারখানা।
এরপর বিকেল সারে ৪টার দিকে শ্রমিকদের দাবি মেনে নিয়ে আগামী ২৮ শে ফেব্রয়ারী সবার টাকা পরিশোধের আশ্বাস দেন আইন শৃঙ্খলা বাহিনী ও বেপজা কতৃপক্ষ। এতে আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
উল্লেখ্য এর আগে মঙ্গলবার সকাল থেকে নবীনগর – চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। সারারাত তারা রাস্তায় সুয়ে বসে কাটিয়ে দেওয়ায় কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। টানা ২৮ ঘন্টা অবরোধ আটকে থাকা যানবাহন নিয়ে বিপাকে পড়েছিল গাড়ির চালকগন। নবীনগর-চন্দ্রা মহাসড়কে সৃষ্টি যানজট কারনে চরম বিপাকে পরে সাধারণত মানুষ। আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।