আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিকের যোগদান

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে শাহ শিবলী সাদিক যোগদান করেছেন।

বুধবার(২৭ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে পুলিশ সুপার অফিস কক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩১ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ