আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টাঃ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র সাম্প্রদায়িক দল দাবিকরে এই সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানিকগঞ্জে প্রতিবাদ সমাবেস ও বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জের সর্বস্তরের ইসলামী তৌহিদী জনতা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রতিবাদী ছাত্র ও ওলামা মাশায়েখের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদের সামনে থেকে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
দ্রুত সময়ের ভিতরে ইসকন নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট এর পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে। সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠনও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে এই উগ্রবাদী সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেন তারা।
বক্তার আরো বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে ইসকনের ওপর ভর করে দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
এ সময় দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল ফিরোজ, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য রমজান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ মাহবুব, মেহরাব, নাসিমসহ তিন শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।