নিজস্ব প্রতিবেদকঃ আবুধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্ট থেকে বিদায় নিলো সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করা বাংলা টাইগার্স জয় পায় পরের দুই ম্যাচে। এখন আবার টানা দুই ম্যাচ হেরেছে তারা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে।
এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে। টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে চার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলা টাইগার্সের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে তারা। নিজেদের শেষ ম্যাচটি আগামী ৩০ নভেম্বর খেলবে ইউপি নবাবের বিপক্ষে।
ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে আগে ব্যাটিং করে লক্ষ্যটা বড় দিতে পারেনি সাকিববাহিনী। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে মাত্র ৭২ রান করে বাংলা টাইগার্স।
প্রতিপক্ষের বোলিং তোপে দলীয় ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বসেন সাকিবরা। শেষ পর্যন্ত এই সংগ্রহটুকু এসেছে ইফতিখার আহমেদের সর্বোচ্চ ১৯ ও সাকিবের অপরাজিত ১৫ রানে সৌজন্যে।
তবে ৬০ বলের খেলায় সাকিব তার ইনিংস সাজিয়েছেন ২২ বলে। নেই কোনো চার-ছয়। গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লেসন।
মাত্র ৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.১ ওভারেই জিতে যায় ডেকান গ্ল্যাডিয়েটর্স। ব্যক্তিগত ৯ রানে টম কোলার-ক্যাডমোর আউট হলেও জয়ের কাজটা সারেন দুই উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান ও জস বাটলার।
৫ ছক্কায় ২৭৬.৯২ স্ট্রাইকরেটে ৩৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার পুরান। অন্যদিকে ২২৩.০৭ স্ট্রাইকরেটে ১ চার ও ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের ব্যাটার বাটলার।