আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

ট্রাম্পকে প্রসংশায় যা বললেন পুতিন

 

 

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘ট্রাম্প সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন।’

কাজাখস্তান সফরকালে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এমন সময় পুতিন এ মন্তব্য করলেন, যখন রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ছে।

পুতিন বলেন, ‘আমার যত দূর ধারণা, আরেক দফায় নির্বাচিত প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রকৃত অর্থেই একজন বুদ্ধিমান ব্যক্তি। ইতিমধ্যে তাঁর অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, তিনি সমাধানের একটি পথ খুঁজে বের করবেন।’ তবে কী ধরনের সমাধান, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এ হুঁশিয়ারি দেন।

ইউক্রেন যুদ্ধ ৩৩ মাস ধরে চলছে। তবে দীর্ঘ এ সময়ে দেশটির পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া। কিয়েভও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিনের দাবি—রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ভূপাতিত করা অসম্ভব। যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ