০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলে ন্যাটোর সুরক্ষা প্রতিষ্ঠিত হলে, তিনি যুদ্ধবিরতির জন্য রাজি।

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায়।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ন্যাটো (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা) সদস্যপদ পেলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে সহায়তা করবে এবং দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেলেনস্কি বলেন, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই, তবে আমাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে দ্রুত ন্যাটোর সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত। পরবর্তীতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের পুরো ভূখণ্ডকে ন্যাটো সদস্যপদ দিতে হবে, না হলে এটি রাশিয়ার দখলকৃত অংশকে স্বীকৃতি দেওয়া হবে। জেলেনস্কি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব ঝুঁকিপূর্ণ, যদি রাশিয়ার পুনরায় আক্রমণ ঠেকানোর ব্যবস্থা না থাকে। ন্যাটো সদস্যপদ একমাত্র এমন নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনো ইউক্রেনকে পুরোপুরি দখলে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, যা এই শান্তি প্রস্তাবের বাস্তবায়নকে আরও কঠিন করে তুলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় পাঁচ দফা দাবিতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের  মানববন্ধন

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

প্রকাশের সময়ঃ ০৮:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলে ন্যাটোর সুরক্ষা প্রতিষ্ঠিত হলে, তিনি যুদ্ধবিরতির জন্য রাজি।

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায়।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ন্যাটো (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা) সদস্যপদ পেলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে সহায়তা করবে এবং দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেলেনস্কি বলেন, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই, তবে আমাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে দ্রুত ন্যাটোর সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত। পরবর্তীতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের পুরো ভূখণ্ডকে ন্যাটো সদস্যপদ দিতে হবে, না হলে এটি রাশিয়ার দখলকৃত অংশকে স্বীকৃতি দেওয়া হবে। জেলেনস্কি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব ঝুঁকিপূর্ণ, যদি রাশিয়ার পুনরায় আক্রমণ ঠেকানোর ব্যবস্থা না থাকে। ন্যাটো সদস্যপদ একমাত্র এমন নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনো ইউক্রেনকে পুরোপুরি দখলে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, যা এই শান্তি প্রস্তাবের বাস্তবায়নকে আরও কঠিন করে তুলছে।