আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে জামায়াত নেতার উপর হামলায় আ.লীগ সমর্থিত ইউপি মেম্বার গ্রেফতারা

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে  স্থানীয় জামায়াত নেতা মোঃ সোলায়মান হোসেনের উপর হামলার প্রধান আসামী ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে সদর  থানা পুলিশ।

রোববার (০১ ডিসেম্বর)  বিকেলে মানিকগঞ্জের কৃঞ্চপুর এলাকায় এঘটনা ঘটে।ঘটনার পর থানায় মামলা হওয়ার পরে রাতেই  পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তাইজুদ্দিন মোল্লা সদর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থীত মেম্বার।

অপরদিকে আহত মোঃ সোলায়মান হোসেন উক্ত ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি এবং কৃঞ্চপুর

সাকিনে তাজিবিদুল কুরআন হাফিজিয়া  এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার বিকেলে মামলার প্রধান আসামী তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে ডেকে আনে মাদ্রাসায় ছাত্রী ভর্তির কথা বলে। ডেকে নিয়েই তাকে এলোপাথারি ভাবে পেটানো হয় । এসময় সোলায়মানের আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনার পর রোববার রাতেই আহত জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ৬ জনকে মূল আসামী ও  অজ্ঞাত ১০/১২ জনের নামে  মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামীরা হলেন, কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লা, রিফাত, সজল, তারেক, স্বপন ও জাসদ নেতা সোলায়মান খান।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, মামলার পরপরই রোববার রাতে মামলার প্রধান আসামী ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, আজ সোমবার সকালে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে স্থানীয় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান জেলা জামায়াত নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ