আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা হচ্ছে; সাভারে আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা হচ্ছে,  ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদাতিক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা হচ্ছে , তারই প্রতিফলন ইন্ডিয়াতে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা- এমন মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি, সাবেক মন্ত্রী বিএনপি নেতা আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বরতলা মাঠে যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, অন্তবতীকালীন সরকারের নির্বাচনে মধ্য দিয়ে আগামীতে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকবার কথা বলেন তিনি।

ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায়প্র ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সুযোগ্য পুত্রঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকব্যারিষ্টার ইফরান ইবনে আমান অমি।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন,ভাকুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কদম ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ