আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্টিই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্টিত হয়েছে।।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা এগারোটায় মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবন মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুশাসনের জন্য নাগরিক ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্টিত অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
আরও বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রনজিৎ কুমার সরকার, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহামেদ রাজা, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান তৌফিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় প্রতিনিধি ফাতেমা মাহমুদা, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ জেলা সমন্বয়কারী সৌরভ আহমেদ সোহাগ।
এ অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ এবং খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ১৯৬ জন শিক্ষার্থী এই গণতন্ত্র অলিম্পিয়াডে অংশ নেয়। পরে, অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।