নিজস্ব প্রতিবেদকঃ গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান প্রাধান্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘নতুন বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এসময় বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বিগত আওয়ামী লীগ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম আইন করে নিয়ন্ত্রণ করেছে, মিডিয়াগুলোতে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর।