আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মধুখালী উপজেলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা

পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বিকাল ৪:১০ ঘটিকায়  ফরিদপুরের মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মৃধা মনিরুজ্জামান মুন্নু, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন, রমজান আলী বিশ্বাস, সহ- সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক শহিদুল,   অর্থ সম্পাদক সালেহীন সোয়াত সাম্মী, সাংবাদিক পার্থ রায় ও আব্দুলাহ সহ  প্রমুখ।

উক্ত সভায় নবাগত ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনের সময় ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার  জন্য সঙ্গে থাকবো ।

এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ