০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তামান্না ভাটিয়ার ক্রাশ কে জানালেন নিজই

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নিজেদের একান্ত ভালো লাগা, মন্দ লাগা নিয়ে মুখ খুলতে চান না তারকারা। কোন কথা থেকে কখন কী রটে যায়, সেই ভাবনা থেকেই নীরব থাকা শ্রেয় মনে করেন। তামান্না ভাটিয়া একটি বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন। এবার আর নীরবতা ধরে রাখতে পারলেন না।

সোজাসাপটা জানিয়ে দিলেন, বলিউড অভিনেতা জিমি শেরগিল ছিল তাঁর ক্রাশ। সেই ‘মোহাব্বতে’ সিনেমাটি মুক্তির সময়েই এই অভিনেতা হৃদয় জয় করেছিলেন তাঁর।

তামান্নার কথায়, সবাই যখন ‘মোহাব্বতে’ সিনেমা দেখে শাহরুখের বন্দনায় মাতোয়ারা, তখন আমার মুখে শুধুই জিমির প্রশংসা। জিমির অভিনয়, লুক, সংলাপ বলার ধরন– সবই আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। সেই জিমি এখন আমার সহশিল্পী– এটা ভেবে অন্যরকম এক অনুভূতি মনটা ছেয়ে আছে।

তামান্না বলেন, ‘সিকান্দর কী মুকাদ্দার’ ওয়েব সিনেমায় অভিনয়ের সূত্রে যখন প্রথম জিমির মুখোমুখি হই, তখন আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। বিস্ময় আর ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বলেই কয়েক পলক শুধু তাঁর দিকে তাকিয়েই ছিলাম। সেটা অনেকের নজরে পড়ে গিয়েছিল। তাই এখন আর স্বীকার করতে দ্বিধা নেই যে, জিমি শেরগলই সেই অভিনেতা, যিনি ছিলেন আমার ক্রাশ। তাই ‘সিকান্দর কী মুকাদ্দার’ সিনেমাটি আমার জন্য সবসময় স্পেশাল।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় পাঁচ দফা দাবিতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের  মানববন্ধন

তামান্না ভাটিয়ার ক্রাশ কে জানালেন নিজই

প্রকাশের সময়ঃ ০৫:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ নিজেদের একান্ত ভালো লাগা, মন্দ লাগা নিয়ে মুখ খুলতে চান না তারকারা। কোন কথা থেকে কখন কী রটে যায়, সেই ভাবনা থেকেই নীরব থাকা শ্রেয় মনে করেন। তামান্না ভাটিয়া একটি বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন। এবার আর নীরবতা ধরে রাখতে পারলেন না।

সোজাসাপটা জানিয়ে দিলেন, বলিউড অভিনেতা জিমি শেরগিল ছিল তাঁর ক্রাশ। সেই ‘মোহাব্বতে’ সিনেমাটি মুক্তির সময়েই এই অভিনেতা হৃদয় জয় করেছিলেন তাঁর।

তামান্নার কথায়, সবাই যখন ‘মোহাব্বতে’ সিনেমা দেখে শাহরুখের বন্দনায় মাতোয়ারা, তখন আমার মুখে শুধুই জিমির প্রশংসা। জিমির অভিনয়, লুক, সংলাপ বলার ধরন– সবই আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। সেই জিমি এখন আমার সহশিল্পী– এটা ভেবে অন্যরকম এক অনুভূতি মনটা ছেয়ে আছে।

তামান্না বলেন, ‘সিকান্দর কী মুকাদ্দার’ ওয়েব সিনেমায় অভিনয়ের সূত্রে যখন প্রথম জিমির মুখোমুখি হই, তখন আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। বিস্ময় আর ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বলেই কয়েক পলক শুধু তাঁর দিকে তাকিয়েই ছিলাম। সেটা অনেকের নজরে পড়ে গিয়েছিল। তাই এখন আর স্বীকার করতে দ্বিধা নেই যে, জিমি শেরগলই সেই অভিনেতা, যিনি ছিলেন আমার ক্রাশ। তাই ‘সিকান্দর কী মুকাদ্দার’ সিনেমাটি আমার জন্য সবসময় স্পেশাল।