নিজস্ব প্রতিবেদকঃ বাইরে থেকে আনা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজধানীর বংশালের আল জামিয়া মাদীনাতুল উলুম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফসহ ১৮৮ জন। এদের মধ্যে অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদরাসাটিতে ১৭০ জন শিক্ষার্থীর অধিকাংশই শিশু। গত শুক্রবার দুপুরে মাদরাসা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফরা সেই বিরিয়ানি খাওয়ার সময় কোনো ব্যক্তি বা সংগঠন রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের খাবারের জন্য। রাতে সবাই একত্রে বাইরে থেকে আনা সেই গরুর বিরিয়ানি খায়। শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রায় সবাই অসুস্থবোধ করতে থাকেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কে বা কারা রান্না করে দিয়ে গেছে, সে বিষয়ে ধারণা দিতে পারেননি তিনি।
একাধিক শিক্ষার্থী জানায়, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার আগে তাদের কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম থেকে উঠার পর তারা অসুস্থতা বোধ করতে থাকেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয় সবার।
ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিং থেকে অসুস্থ হয়ে পড়েছেন ওই মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে তারা কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, অসুস্থ সবাইকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।