আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার( ০৯ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা শহরের রফিক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুনের সভাপতিত্বেদুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে,যার মধ্যে দেশ প্রেম আছে,নৈতিকতা বোধ আছে সে কখনও দূর্নীতি করতে পারে না। মুক্ত মনের তরুন সমাজই আগামীর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে আর এ জন্যেই তরুন সমাজকে এগিয়ে আসতে হবে দেশ গড়ার কাজে।

জেলা প্রশাসন,দূর্নীতি দমন কমিশন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,  দুর্নীতি দমন কমিশনের ঢাকা-২অঞ্চলের সহকারি পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, ছাত্র প্রতিনিধি হাসান শিকদার প্রমুখ। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি করে যাতে কেউ ছাড় পেয়ে না যায় সেদিকে সকলের নজর দিতে হবে। আমাদের সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতির অপকার  ও খারাপ দিক নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে।

এসময় উপস্থিত সকলেই জেলা প্রশাসকের আহবানে দূর্নীতিমুক্ত জীবন গড়ার শপথ নেন এবং প্রথমেই নিজের জীবনকে দূর্নীতিমুক্ত করার জন্যে কাজ করে যাবার  প্রত্যয় ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ