নিজস্ব প্রতিবেদকঃ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালানোর পর দেশটিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখলে নেয়ার পর এবার ইসরাইলি ট্যাঙ্ক দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মায়াদিন চ্যানেল জানিয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল-মায়াদিন চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমির সিরিয়ার বাফার জোন নিয়ন্ত্রণ নেয়ার পর ইসরাইলি ট্যাঙ্ক রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে।
কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল ট্যাঙ্কগুলো রাজধানী শহর দামেস্ক থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে দক্ষিণ সিরিয়ার শহর কাতানার বাফার জোনও অতিক্রম করেছে। এমনকি ইসরাইলি সেনারা দামেস্কের উপকণ্ঠে কয়েকটি গ্রামেও প্রবেশ করেছে।
এবিষয়ে ইসরাইলি সমারিক বাহিনী-আইডিএফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরাইলি নিরাপত্তা সূত্রে বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী নিজেদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইসরাইলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুইদিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইল হামলা চালিয়েছে।
এদিকে ইসরাইলের হামলা এবং গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক।
সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকায় ইসরাইলি অনুপ্রবেশকে ‘একটি বিপজ্জনক পদক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটিকে দোহা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।
সৌদি আরবও ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, ‘ইসরাইলি পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিতে পারে। অন্যদিকে বাগদাদ ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছে, তেল আবিব ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ করেছে।