০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহের আভাস দিল আবহাওয়া অফিস

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রায় সব বিভাগের তাপমাত্রা দ্রুত কমছে। কয়েক দিনে জেঁকে বসেছে শীতের অনুভূতি। এমন তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কমে এসেছে। একই সঙ্গে কমে এসেছে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও।

সোমবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩০টিতেই তাপমাত্রা সাড়ে ১৩ ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে।

বুধবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমবে এবং বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী বুধবার থেকে তাপমাত্রা আরও কমবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শুরু হতে পারে। আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে দেখা গেছে, নওগা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা পড়ছে। এতে সারা দিন রোদের দেখা মেলেনি।

ঠাকুরগাঁও প্রতিবেদক জানান, জেলার পাঁচ উপজেলার মধ্যে চারটি ভারতের সীমান্তঘেঁষা। একদিকে সীমান্ত অপরদিকে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সকাল থেকে সন্ধ্যা দেখা মেলে না সূর্যের আলো। শীতের দাপটে কাবু হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন। জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া যায় না।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় সেফটি ট্যাংকির ভিতর থেকে ৮ বছরের শিশুর মরদহ উদ্ধার 

শৈত্যপ্রবাহের আভাস দিল আবহাওয়া অফিস

প্রকাশের সময়ঃ ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রায় সব বিভাগের তাপমাত্রা দ্রুত কমছে। কয়েক দিনে জেঁকে বসেছে শীতের অনুভূতি। এমন তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কমে এসেছে। একই সঙ্গে কমে এসেছে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও।

সোমবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩০টিতেই তাপমাত্রা সাড়ে ১৩ ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে।

বুধবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমবে এবং বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী বুধবার থেকে তাপমাত্রা আরও কমবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শুরু হতে পারে। আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে দেখা গেছে, নওগা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা পড়ছে। এতে সারা দিন রোদের দেখা মেলেনি।

ঠাকুরগাঁও প্রতিবেদক জানান, জেলার পাঁচ উপজেলার মধ্যে চারটি ভারতের সীমান্তঘেঁষা। একদিকে সীমান্ত অপরদিকে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সকাল থেকে সন্ধ্যা দেখা মেলে না সূর্যের আলো। শীতের দাপটে কাবু হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন। জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া যায় না।