০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ, বিতর্কে ফিফা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩০ এবং ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা, তা সরকারি ভাবে স্থির হবে আজ, বুধবার ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে।

ঘোষিত না হলেও যা ইঙ্গিত মিলেছে, তাতে ২০৩০ সালের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। ২০৩৪ সালের বিশ্বকাপ একক ভাবে আয়োজন করবে সৌদি আরব। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে। তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালের বিশ্বকাপ যুগ্ম ভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো, স্পেন এবং পর্তুগালের দাবিকে।

বিতর্ক আরও বেড়েছে একক ভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায়। মঙ্গলবার নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দেয়, তারা এই বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রথমত ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে, সেই বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়। দ্বিতীয়ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে সৌদি আরব। তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার ফিফার আদর্শের বিরোধী। আমরা তার বিরোধিতা করব।’’

প্রসঙ্গত ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফিফা শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ, বিতর্কে ফিফা

প্রকাশের সময়ঃ ০২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩০ এবং ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা, তা সরকারি ভাবে স্থির হবে আজ, বুধবার ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে।

ঘোষিত না হলেও যা ইঙ্গিত মিলেছে, তাতে ২০৩০ সালের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। ২০৩৪ সালের বিশ্বকাপ একক ভাবে আয়োজন করবে সৌদি আরব। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে। তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালের বিশ্বকাপ যুগ্ম ভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো, স্পেন এবং পর্তুগালের দাবিকে।

বিতর্ক আরও বেড়েছে একক ভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায়। মঙ্গলবার নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দেয়, তারা এই বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রথমত ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে, সেই বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়। দ্বিতীয়ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে সৌদি আরব। তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার ফিফার আদর্শের বিরোধী। আমরা তার বিরোধিতা করব।’’

প্রসঙ্গত ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফিফা শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিল।