আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

পার্থ রায় মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :  বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল সাড়ে ১১টার সময় আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আবু রাসেল।
 উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)  জনাব মো. এরফানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব কাজি রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব অধীর কুমার বিশ্বাস, জনাব মো. মহিউদ্দিন মিয়া ও জনাব কানিজ ফাতেমা প্রমূখ। দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. সিরাজুল ইসলাম ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ