আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জ সদর হাসপাতালে এমআরআই মেশিন চালু

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এমআরআই মেশিন চালু করা হয়েছে।

 বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মোঃ মঈনুল আহসান এই কার্যক্রম পরিদর্শণ করেন

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাঃ বাহাউদ্দিন, সহকারি পরিচালক ডাঃ বদরুল আলম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মকছেদুল মমিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

উল্লেখ্য, জনবল সংকটের কারণে হাসপাতালে এমআরআই মিশনটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এবিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরি করার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে ভর্তি রোগীরা এই সেবা পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ