আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

প্রিমিয়ার শোতে পদপিষ্টের ঘটনায় ‘পুষ্পা’ র অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর দেশটির হায়দ্রাবাদে ‘পুষ্পা টু : দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং এতে আহত হন কয়েকজন। এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেফতার করা হয়েছে।

ওই নারীর মৃত্যুর ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়। এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ