আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

শুরু হলো ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের আখ মাড়াই মৌসুম

পার্থ রায়, মধুখালী উপজেলা  প্রতিনিধি : ১৩ ডিসেম্বর শুক্রবার  বিকাল ৪ টায়  দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের ৪৯ তম ২০২৪–২৫ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।  ফরিদপুরের মধুখালী  চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। প্রধান ও বিশেষ অতিথিরা একযোগে ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের শুভ সূচনা করেন।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি সদর দপ্তরের পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি, মধুখালী উপজেলা জামাতে আমির আলিমুজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া,  আখচাষী কল্যানের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান প্রমূখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ