নিজস্ব প্রতিবেদকঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে প্রথম সন্তানের মা হয়েছেন! এমনই একটি ছবি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। এর আগে গত ১৬ অক্টোবর বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘সিস্টার মিডনাইট’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। সেখানে তার বেবি বাম্প দেখে রীতিমতো হতবাক হয়ে যায় ভক্তরা।
বিয়ের ১২ বছর পর মা হতে যাওয়ার খবর প্রকাশ করে আলোচনায় আসেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা। নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি ঘোষণা দেন তিনি। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।
শনিবার (১৪ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রাধিকা। সেই ছবিতে দেখা যায়, বুকে সন্তান নিয়ে সামনে ল্যাপটপ রেখে কাজ করছেন অভিনেত্রী। আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন নায়িকার অনুরাগী ও সহকর্মীরা।
সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সে অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবিটির ক্যাপশনে রাধিকা লেখেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।’
তবে রাধিকার মেয়ে হয়েছে নাকি ছেলে, তা ওই পোস্টে জানাননি রাধিকা।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধিকা। লন্ডন ও মুম্বাইয়ের মধ্যে সময় ভাগ করে নেয়া এই দম্পতি বিনোদন জগতে কাজ করলেও নিজেদের ব্যক্তিগত জীবনকে লো প্রোফাইল রাখতেই পছন্দ করেন। ২০১১ সালে তাদের দেখা হয়েছিল, যখন রাধিকা কনটেম্পোরারি ডান্স শেখার জন্য লন্ডনে ছিলেন। ২০১৩ সালে সামাজিক অনুষ্ঠানের আগে, ২০১২ সালে তাদের ছোট পরিসরে বিয়ে হয়েছিল।