আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে যাথাযোগ্য মর্যাদা সহকারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলেচনা  সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, সিভিল সার্জন ডা. মো: মকছেদুল মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিদ্দিকী হাশেম মাষ্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ- পরিচালক রবিয়াহ নূর আহমেদ, পাওয়ার গ্রীডের নির্বাহী পরিচালক প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব  শাহানুর ইসলাম, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন,স্বাধীনতার পূর্বমুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতেই দেশের সকল শ্রেণী-পেশার বুদ্ধিজীবীদের হত্যা করেছে।যাতে স্বাধীনতার পরবর্তী দেশ চালাতে ব্যর্থ হয়। কিন্তু তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে রাজনৈতিক দল ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। তবেই বুদ্ধিজীবী দিবসের আলোচনা সফল হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ