আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

কুম্ভমেলায় কেউ পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? রামগোপাল

নিজস্ব প্রতিবেদকঃ কুম্ভমেলাতেও উপচেপড়া ভিড় দেখা যায়। সেখানে কেউ পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? এমন প্রশ্ন তুললেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। এক রাত কারাবাস করে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাড়ি ফেরেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সেই গ্রেফতার ঘটনা নিয়ে এ প্রতিক্রিয়া জানান রামগোপাল। আল্লুকে সমর্থন করে তিনি কয়েকটি প্রশ্ন তোলেন।

রামগোপালের প্রশ্ন— কুম্ভমেলা বা ব্রাহ্মোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তাহলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? দ্বিতীয়ত রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো? চলচ্চিত্রসংক্রান্ত কোনো অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দুজনকেই গ্রেফতার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!

এর আগে গত শুক্রবার অভিনেতা আল্লু অর্জুনের গ্রেফতার নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার দাবি, কেউ-ই এ ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। মান্ডির লোকসভার সংসদ সদস্য বলেছেন, খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে আল্লু অর্জুনের বড় সমর্থক। কিন্তু এটিও বলব— কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনো ফল ভোগ করতে হবে না— এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না।

গতকাল শনিবার আল্লু বাড়ি ফিরতেই তার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন রানা দগ্গুবতী, নাগা চৈতন্যরা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। ঘটনায় অভিযোগ দায়ের হয় আল্লুর বিরুদ্ধে এবং গ্রেফতার করা হয় দক্ষিণী অভিনেতাকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ