আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জের ভাড়ারিয়া “আহমেদ অক্সফোর্ড  ফাউন্ডেশন”এর মেধা বৃত্তি পেলো ৫০ শিক্ষার্থী

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের ভাড়ারিয়া “আহমেদ অক্সফোর্ড  ফাউন্ডেশন”এর মেধা বৃত্তি পরিক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে  মানিকগঞ্জ সদর উপজেলার ৩৮ নং ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে  এ ফলাফল ঘোষনা করা হয়।

এর আগে সকাল দশটায় অত্র বিদ্যালয়ে “আহমেদ অক্সফোর্ড  ফাউন্ডেশন”এর উদ্যোগে এ মেধা  বৃত্তি পরিক্ষা অনুষ্টিত  হয়।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল,হাটিপাড়া, ভাড়িরিয়া এবং হরিরামপুর উপজেলাসহ মোট ১৯টি    মাধ্যমিক ও ২৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোাট এক শত ৭৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে। এতে ট্যালেন্টপোলে ১০ জন এবং সাধারন গ্রেডে ৩০ জন মোট ৫০ কৃতকার্য হয়।

কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যালেন্ট পোলে  ৫ হাজার দ্বিতীয় গ্রেডে ৩ হাজার এবং সাধারন গ্রেডে ২ হাজার করে টাকা ও সনদ পত্র প্রদান করা হয়।

আহমেদ অক্সফোর্ড  ফাউন্ডেশনেরর সভাপতি ডা.মো: আব্দুস সালাম জানান, ২০২২ ইং সালে ভাড়ারিয়া গ্রামের ( লন্ডন প্রবাসী) সালমান আহমেদ  ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বৃত্তি পরিক্ষা অনুষ্টিত হয়ে আসছে। এছাড়া ১৫০ জন হতদরিদ্রের মাঝে ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ