দেয়ালে ঠেকেছে পিঠ,
খুলেছে মগজের গিঁট;
এ স্বত্ত্বা আজ অবসন্ন,
কবি তুমি থেমে কেনো?
বিরুদ্ধাবিরুদ্ধ এলোবার্তায়,
প্রেতাত্মা আত্মবিরুদ্ধ নিন্দায়।
মঙ্গলরজ্জুতে মস্থন উন্মাদনা,
মরিচার শিকল আমি পরিনা!
ঝাপসা টেলিস্কোপিতে অধমগুলোরে,
আমার শুষ্ক মগজ প্রতির্বারই দর্শেছে!
আনিত যুলুমের প্রভু অপ্রহসিত,
লালিত দ্রোহের বিরুদ্ধে আমিও!
উত্তর হিমালয়ে অগ্নিপ্রপাত ঝরাই,
অন্ধ জ্ঞানসমুদ্রের বিভীষিকায় হাতড়াই।
উচ্ছন্নের বৈরিতা অসহ্য অসুখহীনে,
আমার গ্রহণ পলাতক অন্য গোগ্রাসে।
খেয়ালী প্রভু তুমি এ স্বত্ত্বায় নও,
হাঃ!তুমি এ দ্রোহীর পদতলে রও।
আঠারোর কাব্য এটা;
দ্বারপ্রান্তে মৃত্যু ওহে বীর!
এপথে চলি হরদম একা;
আমি নির্ভীক মসিবীর।
🌿২৭.০৫.২০/অনিক হাসান
নেত্রকোণা,বাংলাদেশ।