আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে আলাপ কালে হঠাৎ অসুস্থ ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।

ওই সময় অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাত্ক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার সিএমএইচে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব এখন অনেকটা সুস্থ।

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ