আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

সাধারণ মানুষের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকেই এ ঢল নামতে শুরু করে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।

এর আগে, সকাল সাড়ে ৬টায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।

সকাল সাড়ে ৭টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এরপর থেকেই সর্বস্তরের জনতার ঢল নামে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ