মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, বিএনপি’র পক্ষ থেকে ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা বিএনপি’র সদস্য তোজাম্মেল হক তোজা বিজয় র্যালি নিয়ে এসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ২০১ মুক্তিযোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেন। আর বিশেষভাবে তিনজন যুদ্ধাহত ও দুই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা দেন।
এ সময় অন্যদের মধ্যে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসএম ফয়েজ উদ্দিন, শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মো. দবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি রহমত বেপারি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাসহ সকল স্তরের মানুষকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।
এদিকে, জেলা বিএনপি’র সদস্য তোজাম্মেল হক তোজা বিজয় র্যালি নিয়ে পাটুরিয়া ফেরিঘাটে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।কার্যালয়ে মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই আগষ্টের শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করেন।