আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শেরপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল  ১১ টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোসা: হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।

এছাড়াও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মো: হযরত আলী, সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, শেরপুর পৌর শহর জামায়াতের সাবেক সেক্রেটারি ও জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতি মাওলানা আব্দুল বাতেন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন-সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ