শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
বিজয় দিবস উপলক্ষে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ।