আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের ২৫৪ তম উপ-শাখা উদ্বোধন 

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিসিএলের ২৫৪ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  দুপুরে সাটুরিয়ার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে  উপ-শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নয়াডিঙ্গী উপ-শাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার মোঃ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ও গাজীপুর বোর্ড বাজার শাখার প্রধান মোঃ আলতাফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কালামপুর শাখা প্রধান এভিপি মোঃ হাবিবুর রহমান, ধানকোড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানিকগঞ্জ জেলা সভাপতি মোঃ আবু তাহের,স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার হালদার, বিএনপির ধানকোড়া ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ