আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

একা থাকলে নিজেকে ভালোবাসা যায়; কুসুম শিকদার

নিজস্ব প্রতিবেদকঃ চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার। ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে এবং ২০২৪ সালে ‘শরতের জবা’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে।

লাল টিপ’ চলচ্চিত্র অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী উল্লেখ করেছেন, একা থাকলে নিজেকে ভালোবাসা যায়।

কুসুমের কথায়, ‘আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়।’

এরপর বলেন, ‘আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যাই এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি।’

সবসময় শাড়ি কিনে পরি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় শাড়ি কিনে থাকি। কখনও স্পন্সর কাপড় পরিনি। আমার বয়স এখন তেতাল্লিশ তবুও হালকা মেকআপ আছে। এখন দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ