আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

শেরপুরে কেপিআই স্থাপনা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

শেরপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান সৈয়দ আবু সায়েম বিপিএম শেরপুর সদর উপজেলার গাজীরখামার ১৩২০/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান গাজীরখামার ১৩২০/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র

ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে মতবিনময় সভায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য মোঃ আবদুল করিম, মেজর ১৯ পদাতিক ডিভিশন ও কেপিআই সার্ভে কমিটির সদস্য তাউসিফ বিন হাসান, সহকারী পরিচালক এনএসআই মোঃ শাহাদাত হোসেন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মাইনউদ্দিন আহমদ-সহ পল্লী বিদ্যুৎ সমিতি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ