আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

জাতিসংঘের নিন্দা স্বত্বেও সিরিয়ার ভূখণ্ড ছাড়বে না ইসরাইল

 

নিজস্ব প্রতিবেদকঃ ইসরাইলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না। অধিকৃত গোলান মালভূমির তথাকথিত ‘বাফার জোনে’ অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরাইলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, এই জোনটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পরই আক্রমণ চালিয়ে দখল করে নেয় ইসরাইল।

মঙ্গলবার সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত মাউন্ট হেরমনের (আরবিতে জাবাল আল-শায়খ)

শীর্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলি সেনারা এখানেই থাকবে, যতদিন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা না পাওয়া যায় যা ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে’।

৫৩ বছর আগে তিনি সৈনিক হিসেবে এই পাহাড়ে ছিলেন বলে উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাৎজও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা এখানে যতদিন প্রয়োজন থাকব। এই এলাকা দখলে রাখার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি’।

একই সঙ্গে কাৎজ উল্লেখ করেন যে, মাউন্ট হেরমনের শীর্ষস্থান থেকে লেবাননে হিজবুল্লাহর অবস্থান এবং সিরিয়ার দিকে দামেস্কের অবস্থান স্পষ্ট দেখা যায়।

ইসরাইলি সেনারা গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগিতায় গোলান মালভূমির বাফার জোন দখল করে। এই বাফার জোনটি ১৯৭৪ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

জাতিসংঘের বক্তব্য

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজাররিক বলেন, ‘সেখানে ইসরাইলি সেনাদের উপস্থিতি, তা যতদিনই হোক না কেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দখল তো দখলই, তা এক সপ্তাহ, এক মাস বা এক বছর অথবা একদিনের জন্য হোক না কেন’।

তিনি আরও বলেন, জাতিসংঘের চুক্তি অনুযায়ী এই বাফার জোনে কোনো দখলদারিত্ব গ্রহণযোগ্য নয় এবং ইসরাইলের এহেন কর্মকাণ্ড এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অর্থাৎ ইসরাইল সিরিয়ার বাফার জোনে অবস্থান অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছে, তা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ ইসরাইলের এই পদক্ষেপকে বেআইনি দখল বলে উল্লেখ করেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ