আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বারসিকের উদ্যোগে কৃষি বিভাগ, কৃষক, গবেষক ও ভোক্তাদের অংশগ্রহণে কৃষি প্ররিবেশ বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি পরিদর্শন এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের আটকডিয়া গ্রামের মুকুন্ত মজুমদারের বাড়ি কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারি সংস্থা বারসিক এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টারের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা করেন কৃষিবিদ মনিরুল ইসলাম, বার্ষিক পরিচালক ছিলবানুস লামিন, মনোয়ার হোসেন মনির, কৃষাণী হাজেরা বেগম, কৃষক খান, বারসিক মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, মাসুদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে স্থানীয় কৃষকদের বিষমুক্ত উৎপাদিত সবজি ক্ষেত পরিদর্শন করা হয়। শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho