নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিআরপিসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটে আটকে পড়ে শত শত যানবাহন ও যাত্রীরা। এ সময় ঠিকানা পরিবহনের তিনটি মিনিবাস আটক করে বিক্ষুদ্ধরা।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয় সরকার। নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। তার মৃত্যুর প্রতিবাদে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে এসে মানববন্ধন ও অবরোধ পালন করে। এ সময় চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।