সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে পরিবেশ অধিদপ্তর,এবং এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলা আমিন বাজার বড় বরদেশি অবস্থিত মেসার্স এ বি এন বিক্রস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর)দুপুরে সাভার উপজেলা আমিনবাজার বড় বরদেশী অবস্থিত মেসাস এ, বি, এনব্রিকস নামক একটি অবৈধ ইট ভাটায় ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। মোবাইল কোট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান -উল -ইসলাম এর নেতৃত্বে এই মোবাইল কোড পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব নয়ন কুমার রায় উক্ত মোবাইল কোটে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ে সহকারি পরিচালক জনাব জেসমিন আক্তার পরিদর্শক জনাব এস এম মনজুর আলম এবংপরিদর্শক জনাব মোঃ মনিটরিং এন্ডএনফোর্সমেন্ট শাখার পরিদর্শক জনাব শামসুর রহমান উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় ফায়ার সার্ভিস সিভিল ন্ডিফেন্স বাংলাদেশ পুলিশ রাব -৪ একটি চৌকোস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোড কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।