আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

এবার হুতি বিদ্রোহীদের কতল করার হুশিয়ারী দিল ইজরায়েল 

নিজস্ব প্রতিবেদকঃ মধ্যেপ্রাচ্যে একের পর এক মিশনে সফলতা পাওয়া ইজরায়েল আরো বেপরোয়া ভাব প্রদর্শন করে চলছে। এবার তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ এই কথা বলেন। সেইসঙ্গে নতুন করে তিনি হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ