আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

আশুলিয়ায় মধ্যরাতে কিশোর গ্যাংয়ের তান্ডব; নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় মধ্যরাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এর আগে রবিবার রাত ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান, একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. কামরুজ্জামান ও মৃত আব্দুল আলীর ছেলে নাছির সিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে ৩০/৪০ জনের একটি কিশোর গ্যাং আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় মতিউর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তার, নাছির শিকদার এবং কামরুল হাসানসহ বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। যাওয়ার সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২লক্ষ ৫০ হাজার টাকা সহ ২৫টি ব্রয়লার মুরগি লুটপাট করে নিয়ে যায়।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতে বেলায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালায়। এ সময় তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়।

জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন যায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর পুনরায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয়।

ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে থাকা সাদ্দাম হোসেন যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার আউকপাড়া এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছে। গতকাল তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, রাতেই ঘটনাস্থলে দুইবার পুলিশ গিয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ